oli academy
about oli academy

অলি একাডেমি'র পথচলা

দিনটা ছিল সম্ভবত ২০১৭ সালের নভেম্বর মাসের শেষের দিকে। কোনো এক সন্ধ্যা বেলায় আমার ছাত্র কানন (বর্তমানে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে অধ্যয়নরত)’কে জীব বিজ্ঞানের একটি টপিক পড়িয়েছিলাম। পড়ানোর পর ওর মুখে একটি অকৃত্রিম হাসি ফুটে ওঠেছিলো। তখন আমার নিজের মাঝেও এক অন্যরকম ভালোলাগা কাজ করে গেল। নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়েছিল। পড়ানোর প্রতি আগ্রহটা আমার মাঝে জাগিয়ে তুলেছিলেন শ্রদ্ধের শুরু/স্যার ফাহাদ ভাই (ইন্টারমিডিয়েটে পড়ার সময়)। ঐ সন্ধ্যার পর থেকে ধীরে-ধীরে পড়াতে শুরু করলাম। মেডিকেলের পড়াশোনার পাশাপাশি পড়ানোটা অনেকটা কঠিন ছিল বটে কিন্তু পড়ানোর প্রতি ভালো লাগাটাই হয়ত আমাকে এর থেকে বিরত থাকতে দেয় নাই।


সেই যে পথচলা শুরু। সেই একজন থেকে আজ আমরা একটি পরিবারে পরিণত হয়েছি। অবশ্যই এই জার্নিটা সহজ ছিল না যেহেতু এই শহরে নতুন ছিলাম। কিন্তু এই শহরের শিক্ষার্থী এবং অভিভাবকের ভালোবাসা ও সহযোগীতা আমাকে অলি থেকে অলি একাডেমিতে পরিণত করেছে।


সবচেয়ে আনন্দের মুহূর্ত যখন আমি শিক্ষার্থীর স্বপ্নগুলোকে লালন করি এবং বাস্তবে রূপ দিতে পারি। পরম করুনাময় মহান আল্লাহর অশেষ রহমতে, শিক্ষার্থী, অভিভাবক ও শ্রদ্ধেয় শিক্ষাগুরুদের দোয়ায় আরও এগিয়ে যেতে চাই। দূর, বহুদুর...

আমাদের পরিকল্পনা

  • এই অঞ্চলের মেধাবী অথচ অসহায় ও গরীব শিক্ষার্থীদের খুঁজে তাঁদের HSC পর্যন্ত লেখাপড়ার খরচের ব্যবস্থা করা এবং মনিটরিং করা।
  • অসহায় মেধাবী শিক্ষার্থীদের অলি একাডেগীতে সম্পূর্ণ ফ্রীতে আই ভেট-কোচিংয়ের ব্যবস্থা করা।
  • প্রত্যক বছর (session labe) কুইজ প্রতিযোগীত্য আয়োজনের মাধ্যমে সেরা মেধাবীদের অন্বেষণ করে পুরষ্কৃত করা।
  • শিক্ষা ও ক্যারিয়ার গঠন বিষয়ক বিভিন্ন মটিভেশনাল সভা, সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন করা।
  • মেডিকেল, নার্সিং এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্তদের জন্য সম্বর্ধনার আয়োজন করা।
  • রক্ত দান ও ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করা।
  • শীত বস্ত্র বিতরণ করা।
  • রমজান মাসে অসহায় ও এতিমদের জন্য ইফতার বিতরণ করা।
  • রাতে রাস্তায় ঘুমন্ত মানুষের জন্য সেহেরী বিতরণ করা
  • মেডিকেল ক্যাম্পেইন।
  • দেশের যে কোন দুর্যোগে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়া।
  • দেশব্যাপী গাছ লাগানো কর্মসূষ্ঠ এবং সচেতনতা বিষয়ক বিভিন্ন কার্যক্রম ও স্বেচ্ছাশ্রম
about oli academy